রাজশাহী সংবাদদাতা: মঙ্গলবার (২৭ মে) কৃষি তথ্য সার্ভিস রাজশাহী অঞ্চলের কনফারেন্স রুমে, কৃষি তথ্য সার্ভিস অঞ্চলিক অফিস রাজশাহী আওতায় কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর আয়োজনে, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনব্বাগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা ও উপজেলা অফিস সমূহ, বীজ প্রত্যয়ন এজেন্সী, সরেজমিন গবেষণা বিভাগ, যুগ্ম পরিচালক বিএডিসি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ বেতার, কৃষি বিপণন অধিদপ্তর, হটিকালচার সেন্টার, তুলা উন্নয়ন বোর্ড, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,ধান গবেষণা ইনস্টিটিউট, ফল গবেষণা ইনস্টিটিউট, সুগার ক্রপস গবেষণা কেন্দ্র, জেলা মৎস্য কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, উদ্যোক্তা,শিক্ষক, এআইসিসির সদস্য প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
উক্ত আঞ্চলিক কর্মশালা সভাপতিত্বে করেন, কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান । কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ উম্মে সালমা।
কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা’ উপস্থাপনা করেন কৃষি তথ্য সার্ভিসের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম। তিনি কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, কৃষি তথ্য আরও আর্কষনীয় করার জন্য মিডিয়া কৃষি কর্মি/ কর্মকর্তা মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে রাজশাহী তথ্য সমগ্র কৃষিকে এগিয়ে নিতে কাজ করছে বলে জানান এছাড়া কৃষি তথ্য সার্ভিসের নানান বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করে।
সেমিনারে মূল উপস্থাপন করবেন রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যন্ত্র প্রকৌশল অনুষদের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. মো. রোকনুজ্জামান। তিনি আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার দেশের কৃষি খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে সঠিক কৃষি তথ্য সাধারন মানুষকে পৌঁছে দিতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরো সহায়ক হবে।
প্রধান অতিথি তিনি বলেন, বাংলাদেশের কৃষি অবস্থান প্রতিনিয়ত উন্নত হচ্ছে এর ধারাবাহিকতায় অগ্রগতির ভূমিকা রাখতে পারে গনমাধ্যম ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তর সহায়ক হবে। কৃষি মন্ত্রণালয়ের ১৮ টি দপ্তর সংস্থা একত্রে কাজ করারও অনুরোধ জানান ।
কর্মশালা সভাপতি কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান বলেন, কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমগুলোর সাথে সুসম্পর্ক যোগাযোগ বৃদ্ধি করে সংবাদপত্রে কৃষি সংবাদ নিয়মিত স্থান করে নিয়েছে। এজন্য কৃষি তথ্য সহজ, সঠিক এবং নির্ভূল প্রকাশের জন্য গুরুত্ব আরোপ করেন। এছাড়া আমাদের টেলিফোন নম্বরে ফোন করে বা মেইলে লিখে আপনারা আপনদের মতামত দিবেন যা কৃষি তথ্য বিস্তারে সহায়ক হবে। এছাড়া উন্মক্ত আলোচনায় অনেকর নিকট থেকে ওঠে আসে সঠিক নির্ভূল তথ্য প্রকাশের কথা। এছাড়া প্রতিটি দপ্তরের নামে ১টি করে ফেসবুক ইউটিব ও প্রচার মাধ্যম থাকবে। একই দপ্তরের একাধিক প্রচার মাধ্যম নাথাকে সে বিষয়ে নিয়োম আরোপ করার কথা জানা কর্মকর্তাগণ।