Thursday , May 29 2025

জলঢাকায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর জলঢাকায় “রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় তিন দিনব্যাপী “কৃষি মেলা-২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ব্যাংকের অপারেশন টিম লিডার ও নাইজেরিয়ান নাগরিক নাসের মোহাম্মদ ইয়াকুলু। সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাডার ডিপি প্রকল্পের (রংপুর বিভাগ) সিনিয়র মনিটরিং অফিসার নুর আলম, জেলা অতিরিক্ত উপপরিচালক (শস্য) জাকির হোসেন, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মেলায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ। তিনি বলেন, “মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিপণ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শিত হচ্ছে। মোট ১৬টি স্টলে বীজ, জৈব সার, প্রযুক্তিনির্ভর কৃষি যন্ত্রপাতি, ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার কৃষিপণ্য স্থান পেয়েছে।” তিনি আরও জানান, “এই মেলার মূল উদ্দেশ্য কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটানো এবং কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ সৃষ্টি করা।”

আলোচনা পর্বে বক্তারা কৃষির আধুনিকায়ন, টেকসই কৃষি পদ্ধতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “কৃষি খাতকে এগিয়ে নিতে হলে আধুনিক প্রশিক্ষণ, গবেষণা নির্ভর চাষ পদ্ধতি এবং বাজারমুখী উৎপাদনে গুরুত্ব দিতে হবে।” উল্লেখ্য, আগামী ২৯ মে পর্যন্ত চলবে এই কৃষি মেলা। প্রতিদিন মেলায় থাকবে কৃষি বিষয়ক সেমিনার, প্রশ্নোত্তর পর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

This post has already been read 69 times!

Check Also

সিলেট অঞ্চলে পার্টনার প্রোগ্রামের ‘আঞ্চলিক কর্মশালা’ অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট আয়োজনে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন …