নিজস্ব প্রতিবেদক: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর, পাবনা’র আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রোগ্রাম অফ এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, পাবনা সদর, পাবনা। স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন কৃষিবিদ কুন্তলা ঘোষ, উপজেলার কৃষি অফিসার, পাবনা সদর, পাবনা। কৃষিবিদ শৈলেন কুমার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (শস্য), ডিএই, পাবনা; মো. রবিউল আলম, উপজেলা সমবায় অফিসার, পাবনা সদর।
এ সময় অতিথিবৃন্দ বলেন, পার্টনার ফিল্ড স্কুল কৃষি প্রযুক্তি বিস্তারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফিল্ড স্কুলগুলোতে দলীয় ভিত্তিতে কৃষি প্রযুক্তিসমূহ বিস্তারে প্রশিক্ষণ, প্রদর্শনী স্থাপন, ফিল্ড ওরিয়েন্টশন, মাঠ দিবসসহ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। যাতে কৃষকরা সহজেই উচ্চমূল্যের ফসলের চাষাবাদ, কৃষি ব্যবসা, কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিক কৃষি, উন্নত বাজার ব্যবস্থা, উত্তম কৃষি চর্চা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষিত হয়। একজন প্রশিক্ষিত কৃষক বা উদ্যোক্তাই পারে শুধু উৎপাদনমুখী কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তর করতে। আমাদের দেশের অনেক ফল ও সবজি বিদেশে রপ্তানী হচ্ছে। দলীয় ভিত্তিতে উত্তম কৃষি চর্চা অনুশীলনই পারে রপ্তানীমুখী ফসলের বিস্তার করতে ও বিদেশী বাজার ধরতে। পার্টনার ফিল্ড স্কুল এ প্রশিক্ষিত কৃষকদের প্যাকেজ প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন- পার্টনার ফিল্ড স্কুল এর কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেওয়া; উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি-পণ্য মূল্য শৃঙ্খল তৈরি ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা; সকল পার্টনার ফিল্ড স্কুলকে ফার্মার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা; পার্টনারের প্রযুক্তি ও কলাকৌশলসমূহের টেকসহিতা প্রদান করা, পার্টনার ফিল্ড স্কুলগুলোকে নিবন্ধন প্রদানসহ বিভিন্ন বিষয়ে এ কংগ্রেসে আলোচনা করা হয়।
দিনব্যাপী এ কংগ্রেসে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলার বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।