চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের চন্দনাইশে (১৯ মে-২২ মে) কৃষিযন্ত্র চালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে যন্ত্রচালক ও মেকানিকদের জন্য চার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বাস্তবায়নাধীন “যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণটি আয়োজিত হয়।
প্রশিক্ষণটি চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত বাংলামার্ক লিমিটেডে অনুষ্ঠিত হয়। এতে ব্রি’র প্রকল্প পরিচালক ড. একেএম সাইফুল ইসলাম, বাংলামার্ক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, ব্রি’র সিনিয়র প্ল্যানিং অফিসার মো. সাইদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা আরাফাত উল্লাহ খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক কৃষিযন্ত্র যেমন ব্রি সীড সোয়ার মেশিন, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার বাইন্ডার এবং কম্বাইন হারভেস্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে আগ্রহী হয়ে ওঠেন এবং প্রশিক্ষণের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়া দ্রুত অগ্রসর হচ্ছে। ব্রি ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ধানভিত্তিক কৃষি-খাদ্য ব্যবস্থার উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে ।
এই প্রশিক্ষণ ও সহযোগিতাগুলি বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রম সাশ্রয় এবং আধুনিক প্রযুক্তি গ্রহণে সহায়তা করছে।