Thursday , August 21 2025

সিলেটে শ্রেষ্ঠ তেলবীজ উৎপাদনকারী কৃষকদের পুরস্কার প্রদান

সিলেট সংবাদদাতা: তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় সিলেটে অনুষ্ঠিত হলো শ্রেষ্ঠ তেলবীজ উৎপাদনকারী কৃষকদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। আজ ২১ মে (বুধবার) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট-এর আয়োজনে এ বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন উপপরিচালক, কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের তেলজাতীয় ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। উন্নত জাতের বীজ ব্যবহার ও কৃষকদের উৎসাহ প্রদানের মাধ্যমে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।” তিনি শ্রেষ্ঠ কৃষকদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের উদ্যোগকে দেশের কৃষি উন্নয়নে অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ তেলবীজ উৎপাদনকারী কৃষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তারা তাদের সফল চাষাবাদের অভিজ্ঞতা উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন, যা অন্যান্য কৃষকদের অনুপ্রাণিত করে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ কৃষকদের মাঝে তেলজাতীয় ফসল উৎপাদনে আরও আগ্রহ সৃষ্টি করবে এবং দেশের তেলবীজ উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

This post has already been read 5596 times!

Check Also

বারিতে কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের আয়োজনে সবজি …