Wednesday , August 20 2025

সিলেটে ফ্রিপ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেট অঞ্চল, সিলেট কর্তৃক আয়োজিত ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্ট্যান্টস প্রকল্প (ফ্রিপ) এর অর্থয়নে সিলেট অভিজাত হোটেল মেট্রো এর হলরুমে “আঞ্চলিক কর্মশালা’ (২০ মে) মঙ্গলবার অনুষ্ঠিত হয়।।

উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো: আব্দুস সাত্তার।

কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্রিপ প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর ড.তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান; ও উপপরিচালক (প্রশাসন) কৃষিবিদ মো. মো: মুরাদুল হাসান। এছাড়ার আরও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার, আকবরপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল ইসলাম নজরুল; এআরডিআই সিলেট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শওকতুজ্জামান।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুব্রত দেব নাথের সঞ্চলানা করেন। দিনব্যাপী কর্মশালায় সিলেট অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি উদোক্তা ও কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

This post has already been read 2873 times!

Check Also

তালতলীতে এসএসিপি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিভনেস প্রজেক্ট এর আওতায় উচ্চমূল্যের …