Saturday , May 17 2025

অগ্রগতি ও প্রতিভা বিকাশে অংশীজন সন্নিবদ্ধ কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ এর আয়োজনে (১৫ মে) বারি’র এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্প এর আওতায় প্রকল্পের অগ্রগতি ও প্রতিভা বিকাশের অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।

বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. আইয়ুব হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বারি’র বিভিন্ন কেন্দ্র/আঞ্চলিক কেন্দ্র/উপ-কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ এবং বিভিন্ন কৃষিযন্ত্র উদ্ভাবকগন। কর্মশালায় প্রকল্পের কার্যক্রমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক (এফএমডিপি) ড. মো. নূরুল আমিন।

উক্ত গবেষণা কার্যক্রম সম্পাদিত হয় “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি)” শীর্ষক প্রকল্প এর আওতায়।

This post has already been read 45 times!

Check Also

হবিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত : খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষির পথে অগ্রসর হওয়ার প্রত্যয়

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ (১২ মে) অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস ২০২৫”, …