Sunday , June 15 2025

ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সরকার আগ্রাসি প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের রোপণ, উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের রোপণ ও এর উৎপাদন বনজ ও ঔষধি গাছের বিকাশে বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে এটি দেশের দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের জন্য হুমকি স্বরূপ। এছাড়া, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামীতেও ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ, উৎপাদন ও বিক্রয় কার্যক্রম পরিবেশগত দিক থেকে পরিহার করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব তুমার কুমার পাল বলেন, “ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ দ্রুত বেড়ে উঠলেও এটি পরিবেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তাই জাতীয় স্বার্থে এর উৎপাদন ও রোপণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এই সিদ্ধান্তের পর, সরকারি-বেসরকারি খাতে পরিবেশবান্ধব ও দেশীয় প্রজাতির গাছের চাষাবাদ উৎসাহিত করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

This post has already been read 1865 times!

Check Also

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার গাড়ি বহরে হামলার খবরটি সঠিক নয় – মন্ত্রণালয়ের দাবী

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলা বিষয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি বিভ্রান্তিকর ও …