Friday , May 9 2025

সিলেটে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

সিলেট সংবাদদাতা: আধুনিক প্রযুক্তি মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ মে) বিকেলে ওসমানীনগর উপজেলা  পরিষদের প্রাঙ্গণে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের অনাবাদি জমিকে চাষের আওতায় আনতে হবে সেজন্য নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে হবে এবং তার প্রয়োগ করতে হবে। যেহেতু সিলেটে সেচের পানি স্বল্পতা ফসল উৎপাদনে প্রতিবন্ধকতা তাই স্বল্প পানির চাহিদাসম্পন্ন ফসল লাগাতে হবে। এ অঞ্চলের কৃষিকে আরো এগিয়ে নিতে কৃষকদের পাশাপাশি সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা।

মেলায় কৃষি অফিস ও কৃষকদের পক্ষ থেকে বিভিন্ন প্রযুক্তির উপর ১২টি স্টল দেয়া হয় এবং মেলায় কৃষির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২০ জন কৃষককে পুরস্কৃত করা হয়।

This post has already been read 2583 times!

Check Also

সেরা তেল ফসল উৎপাদনকারী কৃষকদের পুরষ্কার প্রদান

মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র আয়োজনে সেরা তেল ফসল উৎপাদনকারী কৃষকদের …