Sunday , March 23 2025

বরিশালে সাত জেলার কৃষি উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস গতকাল (বুধবার) বরিশাল সদরের আটহাজার ব্লকে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক  মোসাম্মৎ মরিয়ম।

উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক  মো. মুছা ইবনে সাঈদ এবং প্রকল্পের মনিটরিং অফিসার জনাব মো. তৌহিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল-মনির।

মাঠ দিবসে এসএপিপিও মো. তানভীর রহমানসহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং কৃষক মিলে শতাধিক অংশগ্রহণকারী উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বারি গম-৩৩’র উৎপাদন কৌশল, রোগবালাই এবং বীজ সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপজেলা কৃষি অফিসার জানান, বরিশাল সদর উপজেলায় এ বছর প্রায় ১০০ হেক্টর জমিতে বারি গম-৩৩’র আবাদ হয়েছে। এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত। এর মধ্যে যথেষ্ট পরিমাণ  জিংক রয়েছে। এই জাতের গম লবণাক্ত এলাকা ছাড়া দেশের সর্বত্র আবাদের জন্য উপযোগী। তাই দিন দিন এর আবাদ বাড়ছে।

This post has already been read 2428 times!

Check Also

পেঁয়াজের পার্পল ব্লচ রোগ নিয়ন্ত্রণে পাবনায় মাঠ দিবস

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর মাঠ প্রাঙ্গণে আজ মঙ্গলবার (১১ মার্চ) …