Wednesday , July 2 2025

পাকিস্তান ও ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ও ভারত থেকে আমদানি করা চাল নিয়ে দুটি জাহাজ আজ (০৫ মার্চ) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সরকার-থেকে-সরকার (জি-টু-জি) ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে mv SIBI নামের জাহাজটি। অন্যদিকে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানিকৃত ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল বহন করে এসেছে mv HT UNITE

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই চাল খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

সরকারি খাদ্য মজুদ নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে এই চাল আমদানি করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। চলমান খাদ্য নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে।

This post has already been read 17420 times!

Check Also

জাপানি SMBC-এর ১৮৬ বিলিয়ন ডলারের জীবাশ্ম জ্বালানি বিনিয়োগে বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি

চট্টগ্রাম সংবাদদাতা: বুধবার (২৮ মে) জাপানের মেগাব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি) কর্তৃক জীবাশ্ম জ্বালানি …