Sunday , March 23 2025

বাকেরগঞ্জে কৃষি শিক্ষার্থীদের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল):  বরিশালের বাকেরগঞ্জে কৃষি শিক্ষার্থীদের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বিইটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের কৃষি শিক্ষক পার্থ প্রদীপ রায়, শিক্ষার্থী সুমনা আক্তার, মায়েদা এশা প্রমুখ। চলচ্চিত্র প্রদর্শনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে ৮ জন কুইজবিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলো- এসএসসি পরীক্ষার্থী ইতি মনি আক্তার, এসএসসি পরীক্ষার্থী শারিনা, দশম শ্রেণির অনন্যা তালুকদার মেধা, এসএসসি পরীক্ষার্থী মিনহা তাবাছছুম, দশম শ্রেণির সুম্মিতা ভট্টাচার্য, এসএসসি পরীক্ষার্থী অর্পিতা রাণী ঘোষ, এসএসসি পরীক্ষার্থী মালিহা মারজান এবং দশম শ্রেণির শিক্ষার্থী পুজা রাণী ঘোষ। অনুষ্ঠানে শতাধিক দর্শক অংশগ্রহণ করেন।

This post has already been read 2839 times!

Check Also

পেঁয়াজের পার্পল ব্লচ রোগ নিয়ন্ত্রণে পাবনায় মাঠ দিবস

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর মাঠ প্রাঙ্গণে আজ মঙ্গলবার (১১ মার্চ) …