Wednesday , July 2 2025

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর খুলনা সমিতির (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো ইলিয়াস হোসেন সভাপতি এবং কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী কাইয়ুম হাসান সাধারন সম্পাদক মনোনীত হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে বৃহত্তর খুলনা সমিতির নবীন বরণ অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো রুহুল আমিন । এছাড়াও অধ্যাপক ড এম নজরুল ইসলামসহ বৃহত্তর খুলনা সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি অধ্যাপক ড এ কে এম আহসান কবীর ও এস এম আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ আজমল ও জান্নাতুল মাওয়া দিবা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইনান আহমেদ, কোষাধ্যক্ষ সেঁজুতি সরকার, দপ্তর সম্পাদক অভিক সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিহা সুলতানা বৃষ্টি, সাংস্কৃতিক সম্পাদক মো সামিউল ইসলাম রুহান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক পুষ্পিতা পাল, ক্রীড়া সম্পাদক মো আলিফ রিয়াদ খান।

এছাড়াও কমিটিতে জন নির্বাহী সদস্য সৌরভ ঢালী, আল নাহিয়ান হিমেল, নাহিদ হাছানসহ ১০ জন নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।

This post has already been read 1335 times!

Check Also

কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন  ৫০০ শিক্ষার্থীকে নেটওয়ার্কের সংবর্ধনা

বাকৃবি সংবাদদাতা: দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় ৫০০ নবীন কৃতি …