বুধবার , ফেব্রুয়ারি ১৯ ২০২৫

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

শেকৃবি সংবাদদাতা:  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই কর্মকর্তা চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষি অর্থনীতি বিভাগের ডেপুটি রেজিস্ট্রার গোলাম  সারোয়ার এবং এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াছুর রহমান কে চাকুরি বিধিমালা, ২০১৮-এর ধারা ২ এর (খ) উপ-বিধিতে বর্ণিত “অসদাচরণ” এর দায়ে উক্ত বিধিমালার ১২(১) উপ-বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন তারা নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে পারবেন না এবং প্রতিমাসে কেবলমাত্র “আবর্তী ভাতা” পাবেন। এই সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ এবং প্রশাসনিক দপ্তরগুলোতে ইতোমধ্যে বরখাস্ত সংক্রান্ত আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

This post has already been read 984 times!

Check Also

বাউরেসের অধীনে সাড়ে ৪ হাজার গবেষণা প্রকল্প সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধানে প্রতিষ্ঠালগ্ন থেকে ৪ হাজার ৫ …