Saturday , July 12 2025

ঝালকাঠিতে কৃষিসিনেমার কুইজ প্রতিযোগিতার আয়োজন

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সৈয়দা জমিলা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কৃষি তথ্য সার্ভিস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, আন্তজার্তিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের বরিশালের আঞ্চলের হাব ম্যানেজার হীরা লাল নাথ এবং ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিমিট বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী মো. শহীদুল ইসলাম, গবেষণা সহযোগী ড. শহীদুল ইসলাম, কৃষক সৈয়দ আলী খান, সখি আক্তার, রিফাত হোসেন প্রমুখ। কুইজ প্রদর্শনে পুরস্কার বিজয়ীরা হলেন- মো. হাসান ইমাম রাহাত, সুমাইয়া আক্তার, শারমিন আক্তার, লামিয়া আক্তার ইভা এবং মো. নাইম লস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার বলেন, শিক্ষণীয় যেকোনো অনুষ্ঠানে কইজের আয়োজন করা হলে অংশগ্রহণকারীদের মধ্যে যথেষ্ট আগ্রহের সৃষ্টি হয়। পাশাপাশি আনন্দও পাওয়া যায় বেশ। শুনে যতটা মনে রাখা সহজ, এর চেয়ে বেশি স্মরণে থাকে যদি তা ভিডিওর মাধ্যমে দেখানো যায়। তাই কৃষকপর্যায়ে এই ধরনের অনুষ্ঠান সম্প্রসারণ জরুরি। অনুষ্ঠান সহযোগিতায় ছিল উপজেলা কৃষি অফিস এবং সিমিট বাংলাদেশ। অনুষ্ঠানে দেড় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 4276 times!

Check Also

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

নিজস্ব সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় …