বৃহস্পতিবার , জানুয়ারি ২৩ ২০২৫

শেকৃবিতে RAS পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবি সংবাদদাতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) রিসারকুলেটিং একোয়াকালচার সিস্টেম (RAS) পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ডেভলপমেন্ট অফ লোকালি ইঞ্জিনিয়ার্ড লো-কস্ট রিসারকুলেটিং একোয়াকালচার সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালাটি বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টায় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ ) নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। এতে সভাপতিত্ব করেন ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব। এ ছাড়াও শেকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, কেজিএফ’র সিনিয়র স্পেশালিস্ট ড. নরেশ চন্দ্র দেব বর্মন, ড. মো. মনোয়ারুল করিম খান, ড. এম নাজিরুল ইসলাম, নাসরিন আক্তার, ড. এরশাদুজ্জামান ও ড. মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়াও কর্মশালায় সারা দেশ থেকে ৩০ জনের অধিক মৎস্য উদ্যোক্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, গবেষণা এমনভাবে করতে হবে যেন তা ইকোনমিক্যালি ভায়াবল ও ফিজিবল হয়। এসময় তিনি প্রজেক্টের রেগুলার মনিটরিংয়ের প্রতি গুরুত্বারোপ করে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনিটরিং করব। যেসব প্রতিষ্ঠান প্রজেক্টে অর্থায়ন করে তারাও যেন রেগুলার মনিটরিং করে।

This post has already been read 1032 times!

Check Also

বশেমুরকৃবি’তে Capacity Building for Efficient Laboratory Management and Operations শীর্ষক কর্মশালা

বশেমুরকৃবি সংবাদদাতা: বশেমুরকৃবি’তে আইকিউএসি কর্তৃক Capacity Building for Efficient Laboratory Management and Operations শীর্ষক প্রশিক্ষণ …