Friday , July 11 2025

ফরিদপুরে উপসহকারি কৃষি অফিসারদের প্রশিক্ষণ

আসাদুল্লাহ বরিশাল (ফরিদপুর) :  বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবারি ফরিদপুরের আয়োজনে ডিএই এর হলরুমে তিন দিনব্যাপী উপসহকারি কৃষি অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মো. মঞ্জুরুল হক; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) মো. রকিবুল ইসলাম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মাদ বিন-ইয়ামিন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন।

প্রশিক্ষণে প্রকল্প পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর আলোচনা; খামারি অ্যাপ এর পরিচিতি ও ব্যবহার সম্পর্কে আলোচনা; ভুট্ট্রা ফসলের জাত, রোগ ও পোকামাকড়; সরিষা ফসলের চাষাবাদ পদ্ধতি এবং রোগবালাই ব্যবস্থাপনা; মিষ্টিআলু চাষাবাদ পদ্ধতি এবং বালাই ব্যবস্থাপনা ; পাটের চাষাবাদ পদ্ধতি এবং রোগ ও বালাই ব্যবস্থাপনা; মসুরের চাষাবাদ পদ্ধতি এবং রোগ ও বালাই ব্যবস্থাপনা; তেলজাতীয় (সূর্যমুখী/ সয়াবিন) ফসলের চাষাবাদ পদ্ধতি; মরিচ চাষাবাদ পদ্ধতি এবং রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা; মুগ/মটরশুটি জাত, চাষাবাদ পদ্ধতি এবং রোগ ও বালাই ব্যবস্থাপনা; কালোজিরা চাষাবাদ পদ্ধতি; তরমুজের জাত রোগ ও বালাইব্যবস্থাপনা; ট্রাইকোকম্পোস্ট এর উপকারিতা , প্রস্তুতপ্রণালী ও ব্যবহার; বসত বাড়িতে ফল(মাল্টা, পেয়ারা,ও আম) রোগ ও বালাই ব্যবস্থাপনা; আখের জাত এবং রোগ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ের উপর প্রশিক্ষকগন প্রশিক্ষণ প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণে ফরিদপুর জেলার ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর মধুখালী উপজেলার ৩০ জন উপসহকারি কৃষি অফিসার অংশগ্রহন করেন।

This post has already been read 4164 times!

Check Also

বারিতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: প্রশিক্ষণ ও যোগাযোগ উইং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যোগে সোমবার (৩০ …