Wednesday , July 9 2025

এক ডিমেই ৪ টাকা লাভ!

নিজস্ব প্রতিবেদক : খুচরা পর্যায়ে এক ডিমেই ৪ টাকা লাভের প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (১৬ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায়, পল্লবী থানাধীন কালসী এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে অবস্থিত রিফাত এন্টারপ্রাইজ ডায়মন্ড এগ থেকে ১১.০০ টাকা দরে ডিম ক্রয় করে ১৫ টাকা দরে বিক্রি করছে; যেখানে প্রতি ডিমে ৪ টাকা লাভ! এ সময় বিক্রেতা ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশমেমো দেখাতে পারেননি এবং প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। বর্ণিত অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানাসহ মাইকিং করে সমস্ত ডিম সরকারি ১১.৮৭ টাকা দরে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়।

ভোক্তা অধিকারের মহাপরিচালক নির্দেশনা অনুযায়ী অধিদপ্তর কর্তৃক ডিমের সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য নিশ্চিত করণের লক্ষ্যে ঢাকা মহানগরের পল্লবী থানাধীন কালসী এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আব্দুল জব্বার মন্ডল।

অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ এবং পল্লবী থানা পুলিশ এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

This post has already been read 3285 times!

Check Also

বিশুদ্ধ পানির সংকটে চ্যালেঞ্জের মুখে দেশের পোলট্রি খাত – বিপিআইসিসি সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোলট্রি শিল্প বর্তমানে এক কঠিন বাস্তবতার মুখোমুখি—যেখানে টিকে থাকার জন্য সবচেয়ে বড় …