Monday , April 21 2025

নারীরাই কৃষির জননী- মুরাদুল হাসান

নাহিদ বিন রফিক (বরিশাল) : নারীরাই কৃষির জননী। কেননা, তাদের হাতেই কৃষির সূচনা হয়েছিল একসময়। তাই বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে নারীদের এগিয়ে আসা চাই সবার আগে। আর তা বাস্তবায়ন হলে মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সহায়ক হবে। দেশ হবে সুখী সমৃদ্ধ।

আজ বরিশালের খামাবাড়িতে বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন এবং ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপরিচালক মো. মুরাদুল হাসান এসব কথা বলেন। ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডিএই অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান।

অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক এই কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুসা ইবনে সাঈদ, হিজলার উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ, ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটির প্রজেক্ট ম্যানেজার মো. রবিউল আমিন, টেকনিক্যাল ফিল্ড কো-অর্ডিনেটর মো. কামরুজ্জামান প্রমুখ।

কর্মশালায় ডিএই এবং কৃষি তথ্য সার্ভিসের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4037 times!

Check Also

বগুড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়ার আয়োজনে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় …