Thursday , July 17 2025

উপদেষ্টার হস্তক্ষেপে গাজীপুরের বনভূমি দখলমুক্ত করলো বন বিভাগ

গাজীপুর সংবাদদাতা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এ বনভূমি অবৈধ দখলের বিষয়টি অবহিত হলে পরিবেশ উপদেষ্টা র‍্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ ১৯ আগস্ট সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

উল্লেখ্য, ১৪ আগস্ট গাজীপুরের চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করার চেষ্টা করা হয়। বন বিভাগ নির্মাণাধীন বিশালাকার মার্কেট নির্মাণ কাজে বাধা দিলে জবরদখলকারীরা বনকর্মীদের আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সকলের সহযোগিতায় সমৃদ্ধ এ বনভূমি অবৈধ দখলমুক্ত করার পর গাছের চারা লাগিয়েছে বন বিভাগ।

This post has already been read 3685 times!

Check Also

জলবায়ু পরিবর্তন ও পানি নিরাপত্তা নিয়ে কাজ করবে ব্র্যাকের পরিবেশবান্ধব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বরগুনার পাথরঘাটা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক বাস্তবায়িত ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। …