Friday , July 11 2025

কৃষি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন নব নিযুক্ত কৃষি উপদেষ্টা

এগ্রিনিউজ২৪.কম: অন্তর্বতীকালীন সরকারের নবনিযুক্ত  কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী আজ (১৮ আগস্ট) সকালে(৯ টায়) কৃষি মন্ত্রণালয়ে আসেন। প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে পরিচিত হন ও  মতবিনিময় করেন।

মতবিনিময় কালে উপদেষ্টা মন্ত্রণালয়ের কাজকে গতিশীল ও জনবান্ধব করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী  শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

This post has already been read 5008 times!

Check Also

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

নিজস্ব সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় …