বাকৃবি সংবাদদাতা: সুন্দর ক্যাম্পাস গড়তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) উপাচার্য এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন। প্রাথমিকভাবে তারা ৭টি দাবি উপস্থাপন কর। তাদের দাবিগুলো হলো-
১) ক্যাম্পাসে সকল ধরনের শিক্ষক, ছাত্র, কমকর্তা ও কর্মচারী রাজনীতি বন্ধ ঘোষণা করে আগামী রবিবারের মধ্যেই জরুরি সিন্ডিকেট সভায় পাশ করতে হবে।
২) হলগুলো খুলে দেওয়া এবং একাডেমিক কার্যক্রমের ঘোষণা আগামী রবিবারের মধ্যে দিতে হবে।
৩) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে গঠন করতে হবে।
৪) মেয়েদের হলসহ ক্যাম্পাসের সকল হল নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫)বহিরাগত দ্বারা ক্ষতিগ্রস্ত প্রশাসনকে বহন করতে হবে।
৬) আন্দোলনকারীদের হয়রানি করা, যেকোনো পক্ষ থেকে হোক তা বন্ধ করতে হবে।
৭) ক্যাম্পাসে থাকা অবস্হায় যেসকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সাধারণ শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে নির্যাতন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষকদের অবস্থান বিষয়ে তারা বলেন-
১) নং দাবীর সাথে উপস্থিত ভিসি নীতিগতভাবে একমত পোষণ করেছেন। অতি শীঘ্রই সিন্ডিকেট সভায় পাশ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। আবার বিষয়টি বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। রাজনীতি না থাকা নিয়ে কথা বলতে গিয়ে দেখা যায় যে, তাদের মধ্যে বিরক্তিকর ভাব প্রকাশ পেয়েছে।
২)ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামত করে অতি শীঘ্রই হলগুলো খোলার ব্যবস্থা করবেন।
৩)নং বিষয়টি তারা বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
৪) নং ৫নং) ৬)নং এবং ৭নং দাবীর সাথে উনারা একাত্মতা পোষণ করেছেন এবং অতি শীঘ্রই বাস্তবায়নের জন্য আশ্বস্ত করেছেন..
শিক্ষার্থীদের বর্তমান অবস্থান:
রাজনীতিমুক্ত ক্যাম্পাস সিন্ডিকেট সভায় লিখিত আকারে পাশ না হওয়া এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে গঠন না করা হলে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে জানানো হয়।
সবাইকে অতি শীঘ্রই ক্যাম্পাসে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা।