সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

সিলেট অঞ্চলে (পার্টনার) প্রজেক্ট এর আওতায় উপসহকারী কৃষি অফিসারবৃন্দের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: কৃষি সমম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রজেক্ট এর আওতায় Training on GAP Certification For DAE Staff শীর্ষক উপসহকারী কৃষি অফিসারবৃন্দের প্রশিক্ষণ ১৮-১৯ মে ২০২৪ কৃষি প্রশিক্ষণ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর, সিলেট এর হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে কৃষিবিদ মো. মতিউজ্জামান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. মিজানুর রহমান, প্রোগ্রাম কো- অর্ডিনেটর, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রজেক্ট। তিনি বক্তব্য বলেন– খরকোস কৃষিকে বানিজ্যক কৃষিতে রুপান্তর করতে হবে। GAP পদ্ধতি অনুসরণ করে ফসলের উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানোর জন্য উপস্থিত প্রশিক্ষনার্তদের নিদের্শনা প্রদান করেন।

কৃষিবিদ হায়দার আলী, কৃষি সম্প্রসারণ অফিসার, কানাইঘাট এর সঞ্চললায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, উপাধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর, সিলেট; কৃষিবিদ নাছিরউদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার, (পার্টনার) প্রজেক্ট, কৃষিবিদ মো. ফারুক হোসাইন, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট।

উক্ত প্রশিক্ষণে সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলার উপসহকারী কৃষি অফিসার ৫০ জন অংশগ্রহণ করেন।

This post has already been read 1102 times!

Check Also

সিলেটে জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতির উপর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: সিলেটে USAID Feed the Future Bangladesh Policy Link Agricultural Policy Activity প্রোগ্রামের আওতায় …