Wednesday , July 2 2025

রাণীনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রাজেকুল ইসলাম (নওগাঁ): নওগাঁর রাণীনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শরিফ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড. মো. ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ (দুলু)।

এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, থানার ওসি আবু ওবায়েদ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে প্রধান, বিশেষ ও অন্যান্য অতিথিবৃন্দরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল বসানো হয়। প্রদর্শনী দেখতে উপজেলার বিভিন্ন খামারীদের পাশাপাশি উদ্যোক্তা ও সাধারণ মানুষরা হাসপাতাল প্রাঙ্গনে ভীড় জমায়। পরে বিকেলে বিভিন্ন বিভাগে বিজয়ী স্টলকে পুরস্কৃত করা হয়। দেশের প্রাণিসম্পদখাতকে আরো সমৃদ্ধশালী করতে এমন প্রদর্শনীর বেশি বেশি আয়োজনের কোন বিকল্প নেই বলে জানায় প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা।

This post has already been read 2881 times!

Check Also

বিএলআরআই ও  ডিএলএস সমন্বিতভাবে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রাজশাহী সংবাদদাতা : বিএলআরআই ও প্রাণিসম্পদ দপ্তর সমন্বয়ভাবে কাজ করলে প্রাণিসম্পদখাতের অনেক সমস্যার সমাধান সম্ভব- …