Thursday , May 22 2025

বরিশালের মুলাদীতে ডিজিটাল ক্রপ ক্লিনিক উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের মুলাদীতে ডিজিটাল ক্রপ ক্লিনিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. নিজাম উদ্দিন। সোমবার (০৪ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই উদ্বধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বাহাউদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা আশা করি এই ক্রপ ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক কৃষকরা আরো বেশি কৃষি সেবা পাবেন। এর ফলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে   উৎসাহ যোগাবে।

উপজেলা কৃষি অফিসার বলেন, ক্রপ ক্লিনিকে আসলে একজন কৃষক ইনস্ট্যান্ট তার যে কোনো কৃষি বিষয়ক পরামর্শ পেয়ে যাবেন। এছাড়া আমাদের একটি নির্দিষ্ট ফোন নম্বর থাকবে যেখানে অফিস টাইমে যে কেউ ফোন করে কৃষি পরামর্শ নিতে পারবেন। উদ্বোধনের পর দুইজন কৃষি উদ্যোক্তার মাঝে নতুন ফসল রক মেলনের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

This post has already been read 13502 times!

Check Also

সিলেটে শ্রেষ্ঠ তেলবীজ উৎপাদনকারী কৃষকদের পুরস্কার প্রদান

সিলেট সংবাদদাতা: তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় সিলেটে …