Friday , July 18 2025

বারিতে পরিবেশসম্মত উপায়ে ফল ও শাক-সবজির উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ বুধবার (৩১ জানুয়ারি)  বারি’র কীটতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে “পরিবেশসম্মত উপায়ে ফল ও শাক-সবজির ক্ষতিকারক পোকামাকড় ব্যবস্থাপনা” বিষয়ক দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত  হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত।

অনুষ্ঠাটি সঞ্চালন করেন কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 3533 times!

Check Also

ফসফরাস মানচিত্রায়নে গাজীপুরে ব্রি’র কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: আজ মঙ্গলবার (১৫ জুলাই) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘স্পেইশ্ল্ …