Friday 8th of December 2023
Home / পোলট্রি / ডিম ও মুরগির বাচ্চা বিক্রিতে মানতে হবে যে দুটি নতুন নির্দেশনা

ডিম ও মুরগির বাচ্চা বিক্রিতে মানতে হবে যে দুটি নতুন নির্দেশনা

Published at অক্টোবর ২৪, ২০২৩

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডিম ও মুরগির বাচ্চা বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এক্ষেত্রে রশিদ ছাড়া খামার থেকে ডিম বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে খামার থেকে ১১টাকার বেশি দামে কোন ডিম যাতে বিক্রি না করা হয় এ ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। খামার থেকে ডিমের মূল্য সংক্রান্ত তদারকি চালু হতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এছাড়াও ব্রয়লার ও লেয়ার এ গ্রেড বাচ্চার সর্ব্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। সরকারের মূল্য নির্ধারণ কমিটি থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ১দিন বয়সী ব্রয়লার বাচ্চার সর্বোচ্চ বিক্রয় মূল্য ৫২(বায়ান্ন)টাকা যা বাচ্চার কার্টুনের গায়ে লিখে দেয়া বাধ্যতা মূলক। এখান থেকে বাচ্চা প্রতি ডিলার পাবেন ৩ (তিন) টাকা এবং হ্যাঁচারি মালিক পাবেন ৪৯ (ঊনপঞ্চাশ) টাকা।

১ দিন বয়সী লেয়ার বাচ্চার সর্ব্বোচ্চ বিক্রয় মূল্য ৫৭ (সাতান্ন) টাকা। লেয়ার বাচ্চাতে লায়ো এবং ক্রায়ো ম্যারেক্স ভ্যাক্সিন দিয়ে দেয়া বাধ্যতামূলক ও ভ্যাক্সিন করা আছে মর্মে সীল দেয়া থাকতে হবে।

ব্রয়লার বাচ্চার মতই এখান থেকে ডিলার পাবেন ৩ (তিন) টাকা এবং হ্যাঁচারি মালিক পাবেন ৫৪ (চুয়ান্ন) টাকা

This post has already been read 4478 times!