Friday 8th of December 2023
Home / চা শিল্প / চায়ের উৎপাদন আরো ১০-১৫ মিলিয়ন কেজি বৃদ্ধি করা সম্ভব

চায়ের উৎপাদন আরো ১০-১৫ মিলিয়ন কেজি বৃদ্ধি করা সম্ভব

Published at অক্টোবর ১৫, ২০২৩

সিকৃবি সংবাদদাতা: সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে চায়ের উৎপাদন ১০-১৫ মিলিয়ন কেজি বৃদ্ধি করা সম্ভব বলে জানিয়েছেন সিকৃবির গবেষকবৃন্দ। রবিবার (১৫ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের ভার্চুয়াল সম্মেলন কক্ষে “চা উৎপাদনে উপকারী আর্থোপোড সংরক্ষণে ছায়াবৃক্ষের ভূমিকা” শীর্ষক সেমিনারে গবেষকবৃন্দ এসব তথ্য জানান।

এ সময় তারা বলেন বাংলাদেশে প্রতি বছর ৮৫-৯৫ মিলিয়ন কেজি চা উৎপন্ন হয়ে থাকে। আর চা ব্যবহার হয়ে থাকে ৯০-৯৫ মিলিয়ন কেজি । বর্তমানে চা বাগানের অব্যবহৃত জমি সঠিক ভাবে ব্যবহার করার পাশাপাশি ২০ ফুট দূরত্ব বজায় রেখে ছায়াবৃক্ষ লাগালে সর্বোচ্চ চা উৎপাদন করা সম্ভব।

উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল মুকিতের সঞ্চালনায় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফিউল্লাহ ভূইয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মো. জামাল উদ্দিন ভূঞা।

এ সময় তিনি বলেন, “আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি পণ্য রপ্তানির সুযোগ তৈরি করতে হবে।”প্রফেসর ড. মো: আব্দুল মালেক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম,কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক চৌধুরীসহ অন্যান্য বিভাগের চেয়ারম্যানবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন।

This post has already been read 636 times!