শনিবার , জুলাই ২৭ ২০২৪

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য কর্মসূচি পালন

আব্দুল কাইউম (পাবনা) :  অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস ১৯৯৬ সালে ভিয়েনাতে প্রথম সিদ্ধান্ত গ্রহণ করে আন্তর্জাতিক ডিম কমিশন (IEC).তারই ধারাবাহিকতায় বিশ্ব ডিম দিবস ২০২৩ এর প্রতিপাদ্য (ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি) দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রতি বছরের ন্যায় পাবনা প্রাণিসম্পদ অধিদপ্তর বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে একটি র‍্যালি শহর এর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও শিশুকে ডিম খাইয়ে উদ্বোধন করা হয়।

পরে পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার সভাপতিত্বে আলোচনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা ট্রেনিং অফিসার ডা. কৃষ্ণ মোহন হালদার, জেলা ভেটেনারি অফিসার ডা. মো. সেলিম হোসেন শেখ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদির। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন, বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন আলমগীর হোসেন লঞ্চঘাট এলাকার খামারি মো. বাতশা সহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও কর্মচারিগন।

আলোচনায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. গৌরাংগ কুমার তালুকদার জানান, ডিম একটি আদর্শ পুষ্টিসমৃদ্ধ খাদ্য।  বিভিন্ন রোগ প্রতিরোধে ডিমের গুরুত্ব রয়েছে। কম দামে সহজলভ্য আমিষ হিসেবে সকল শ্রেণি পেশার মানুষ ডিম প্রিয় খাদ্য। তাই, ডিমের উৎপাদন বৃদ্ধি করতে খামারিদের স্মার্ট প্রযুক্তি ব্যবহার করতে আহ্বান জানান।

This post has already been read 1690 times!

Check Also

পোল্ট্রির গুপ্তঘাতক নিয়ন্ত্রণে এসিআই নিয়ে এসেছে No-IBH Liq

এগ্রিনিউজ২৪.কম: এসিআই এনিমেল হেলথ সব সময় নিত্য নতুন পণ্য নিয়ে অগ্রণী ভূমিকা পালন করে। এরই …