Saturday 27th of April 2024
Home / uncategorized / একদিন বয়সী মুরগির বাচ্চার চূড়ান্ত মূল্য নির্ধারণ করলো প্রাণিসম্পদ অধিদপ্তর

একদিন বয়সী মুরগির বাচ্চার চূড়ান্ত মূল্য নির্ধারণ করলো প্রাণিসম্পদ অধিদপ্তর

Published at সেপ্টেম্বর ২৫, ২০২৩

ছবি: ইন্টারনেট।

নিজস্ব প্রতিবেদক: একদিন বয়সী মুরগির বাচ্চার মূল্য নির্ধারণ করে দিয়েছে প্রাণিসম্পদ অধিকদপ্তর। সোমবার (২৫ সেপ্টেম্বর) অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় একদিন বয়সী বাচ্চার চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়। সভায় ডিলার কমিশন সহ একদিন বয়সী ব্রয়লার বাচ্চার সর্বোচ্চ বিক্রয় মূল্য প্রতিটি ৫২(বায়ান্ন) টাকা এবং লেয়ার বাচ্চার (বাদামী ও সাদা) সর্বোচ্চ বিক্রয় মূল্য প্রতিটি ৫৭ (সাতান্ন) টাকা নির্ধারণ করে দেয়া হয়। নির্ধারিত মূল্য এখন থেকেই কার্যকর হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এছাড়াও সভায় বাচ্চার সর্বোচ্চ বিক্রয় মূল্য কার্টুনের গায়ে লেখার নির্দেশনা দেয়া হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিআইসিসি সভাপতি শামসুল আরেফীন খালেদ, ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি কাজী জাহিন হাসান, সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান, ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ -এর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, আহকাব সভাপতি সায়েম উল হক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আফতাব আলম, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের মহাসচিব খন্দকার মহসিন, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একে ফজলুল হক, কাজী ফার্মস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, অন্জন মজুমদার প্রমুখ।

এছাড়াও পোলট্রি সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায়। সরকারি-বেসরকারি উভয়পক্ষ্যের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একদিন বয়সী বাচ্চার উল্লেখিত মূল্য নির্ধারণ করা হয়।

This post has already been read 17137 times!