Friday , July 11 2025

বরেণ্য কৃষিবিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক

ড. কাজী এম বদরুদ্দোজা

বরেণ্য কৃষিবিজ্ঞানী, কাজী পেয়ারার জনক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি ।

মন্ত্রী আজ বুধবার (৩০ আগস্ট) এক শোকবার্তায় বলেন, জনাব কাজী এম বদরুদ্দোজা এদেশের কৃষি গবেষণার পথিকৃৎ। দেশের কৃষি গবেষণায়, গবেষণার সম্প্রসারণে ও  কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের শক্তিশালী কাঠামো তৈরিতে তাঁর অনন্য অবদান রয়েছে। কৃষিখাতে তাঁর  অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, কিংবদন্তি কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা আজ বিকাল ০৪ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

This post has already been read 3558 times!

Check Also

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

নিজস্ব সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় …