Sunday 5th of May 2024
Home / আঞ্চলিক কৃষি / নেদারল্যান্ডস এর ওয়েজিনইনজেন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের বারি পরিদর্শন

নেদারল্যান্ডস এর ওয়েজিনইনজেন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের বারি পরিদর্শন

Published at আগস্ট ২৭, ২০২৩

গাজীপুর সংবাদদাতা: নেদারল্যান্ডস এর ওয়েজিনইনজেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ এর ওয়েজিনইনজেন ফুড এন্ড বায়োবেসড রিসার্চ (ডব্লিউএফবিআর) এর ০২ (দুই) সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রবিবার (২৭ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

প্রতিনিধি দল বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এরপর বারি মহাপরিচালকের সভাকক্ষে সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিকল্পনা ও মূল্যায়ন উইংয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মতিয়ার রহমান, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মো. মনির হোসেন। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান।

এরপর অতিথিবৃন্দ ইনস্টিটিউটের পেস্টিসাইড এ্যানালাইটিক্যাল ল্যাবরেটরী, প্ল্যান্ট ডিজিস ডাইগনোস্টিক ল্যাবরেটরী, পোস্ট-হারভেস্ট টেকনোলজি ল্যাবরেটরী, ফল গবেষণা ফার্ম পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

This post has already been read 676 times!