শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪

রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা মিড সিটি গ্রীনের উদ্যোগে “ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন” ক্যাম্পেইন অনুষ্ঠিত

এগ্রিনিউজ ২৪.কম: শনিবার (২৭ মে) রাজধানী ঢাকায় রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা মিড সিটি গ্রীনের উদ্যোগে “ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। খিলগাঁওয়ের বায়োকেয়ার পেট জোন ও ভেটেরিনারি হাসপাতালে Rotaract District 3281 এর “District Disease Prevention and Treatment Committee” এর উদ্যোগে পোষা প্রাণীর “ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন” প্রোগ্রামের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বায়োকেয়ার পেট জোনের চীফ ভেটেরিনারিয়ান রোটারিয়ান ড. মো. রফিকুল ইসলাম, ভেটেরিনারিয়ান ডা: রোমানা আফরোজ, রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা মিড সিটি গ্রীনের সাবেক প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর রাহবার করিম চৌধুরী এবং রোটার‍্যাক্টর ভেটেরিনারিয়ান ডা: আবদুর রহমান রাফি, বর্তমান প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর ভেটেরিনারিয়ান ডা: মো. আরিফুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটার‍্যাক্টর আবুল হাসনাত, সেক্রেটারি ইলেক্ট রোটার‍্যাক্টর তন্ময় দত্ত, রোটার‍্যাক্টর নুরুজ্জামান নুরেক, রোটার‍্যাক্টর অজয় পাল, রোটার‍্যাক্টর শাখী রেজওয়ানা ঐশী, রাসেল ঈশান, সুমাইয়া সুলতানা লাবন্যা এবং রাজমিন বেগম।

এ সময় ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশনের পাশাপাশি বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় এবং ভ্যাক্সিনেশন সার্টিফিকেট প্রদান করা হয়। এ আয়োজনে পোষাপ্রাণী মালিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ আয়োজন অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

This post has already been read 1749 times!

Check Also

খুলনাসহ বন্ধ পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পাওয়া পরিশোধসহ ৯ দফা দাবি পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের

ফকির শহিদুল ইসলাম (খুলনা): বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পাওয়া পরিশোধসহ ৯ দফা …