Sunday 5th of May 2024
Home / অন্যান্য / রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা মিড সিটি গ্রীনের উদ্যোগে “ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন” ক্যাম্পেইন অনুষ্ঠিত

রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা মিড সিটি গ্রীনের উদ্যোগে “ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন” ক্যাম্পেইন অনুষ্ঠিত

Published at মে ২৭, ২০২৩

এগ্রিনিউজ ২৪.কম: শনিবার (২৭ মে) রাজধানী ঢাকায় রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা মিড সিটি গ্রীনের উদ্যোগে “ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। খিলগাঁওয়ের বায়োকেয়ার পেট জোন ও ভেটেরিনারি হাসপাতালে Rotaract District 3281 এর “District Disease Prevention and Treatment Committee” এর উদ্যোগে পোষা প্রাণীর “ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন” প্রোগ্রামের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বায়োকেয়ার পেট জোনের চীফ ভেটেরিনারিয়ান রোটারিয়ান ড. মো. রফিকুল ইসলাম, ভেটেরিনারিয়ান ডা: রোমানা আফরোজ, রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা মিড সিটি গ্রীনের সাবেক প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর রাহবার করিম চৌধুরী এবং রোটার‍্যাক্টর ভেটেরিনারিয়ান ডা: আবদুর রহমান রাফি, বর্তমান প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর ভেটেরিনারিয়ান ডা: মো. আরিফুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটার‍্যাক্টর আবুল হাসনাত, সেক্রেটারি ইলেক্ট রোটার‍্যাক্টর তন্ময় দত্ত, রোটার‍্যাক্টর নুরুজ্জামান নুরেক, রোটার‍্যাক্টর অজয় পাল, রোটার‍্যাক্টর শাখী রেজওয়ানা ঐশী, রাসেল ঈশান, সুমাইয়া সুলতানা লাবন্যা এবং রাজমিন বেগম।

এ সময় ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশনের পাশাপাশি বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় এবং ভ্যাক্সিনেশন সার্টিফিকেট প্রদান করা হয়। এ আয়োজনে পোষাপ্রাণী মালিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ আয়োজন অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

This post has already been read 1215 times!