Monday , August 18 2025

ব্রিতে “এসডিজি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা” শীর্ষক রিভিউ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় সভাপতির বক্তব্য রাখছেন ব্রির  মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা শীর্ষক রিভিউ কর্মশালা সোমবার (২২ মে ২০২৩) অনুষ্ঠিত হয়েছে। ব্রির  মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এর সভাপতিত্বে গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মো. রুহুল আমিন তালুকদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: আব্দুল লতিফ।

কর্মশালায় ব্রির এসডিজি বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপনা করেন পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের প্রধান পরিকল্পনা কর্মকর্তা ও ব্রির এসডিজি বিষয়ক ফোকাল পয়েন্ট  আতিয়া রোখসানা। এছাড়া আন্ডারস্ট্যান্ডিং অফ মেটাডেটা ফর জেনারেশন এ্যান্ড রিপোর্টিং অফ এসডিজি’স ইনডিকেটরস বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর উপ-পরিচালক ও এসডিজি সেলের ফোকাল পয়েন্ট  মো. আলমগীর হোসেন।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধি, ব্রির সকল বিভাগ, আঞ্চলিক কার্যালয় ও শাখা প্রধানগণ এসডিজি কমিটির সদস্যবৃন্দ, ডাবলিং রাইস প্রডাক্টিভিটি বইয়ের লেখকবৃন্দ এবং এসডিজি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি)  রুহুল আমিন তালুকদার এসডিজি বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। সভাপতির বক্তব্যে ব্রির  মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর বলেন, এসডিজি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সংস্থা সকল বিভাগকে সমন্বয়ের মাধমে কাজ করতে হবে। ২০৩০ সালের মধ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। যাতে ভবিষ্যত প্রজন্ম আরও উন্নত বাংলাদেশ উপহার দিতে পারে।

This post has already been read 3226 times!

Check Also

চট্টগ্রামে তামাক নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় জেলা পরিষদের কার্যক্রম জোরদারের ঘোষণা প্রশাসক নুরুল্লাহ নুরীর

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নুরুল্লাহ নুরী …