Monday 29th of April 2024
Home / অন্যান্য / বরিশালে কৃষিবিদ দিবস পালিত

বরিশালে কৃষিবিদ দিবস পালিত

Published at ফেব্রুয়ারি ১৩, ২০২৩

নাহিদ বিন রফিক (বরিশাল): প্রতি বছরের ন্যায় এবারও বরিশালে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) নগরীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের হলরুমে কৃষিবিদ ইনস্টিটিউশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) সাবেক অধ্যক্ষ এস. এম. সামসুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক মো. জাকির হোসেন তালুকদার। আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সাবেক পরিচালক মো. মজিবুল হক মিয়া, এটিআইর সাবেক অধ্যক্ষ নিখিল রঞ্জন মন্ডল, ডিএইর সাবেক অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত, ডিএইর সাবেক উপপরিচালক আ. মান্নান, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের জেলা সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, ডিএইর অতিরিক্ত উপপরিচালক মো. রেজাউল হাসান, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত সরকার, সরকারি পোল্ট্রি ফার্মের পোল্ট্রি উন্নয়ন অফিসার মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

This post has already been read 954 times!