Friday 26th of April 2024
Home / সংগঠন ও কর্পোরেট সংবাদ / 5th ISCFSH সম্মেলনে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে বিএসএসএফ

5th ISCFSH সম্মেলনে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে বিএসএসএফ

Published at ফেব্রুয়ারি ৬, ২০২৩

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুড (বিএসএসএফ) -এর আয়োজনে আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে,  “5th International Scientific Conference on Food Safety & Health (ISCFSH)”। রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘Ensuring Safe & Nutritional Food Through One Health Approach’. প্রধান অতিথি হিসেবে সম্মেলনটি উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি।

সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুকু ব্যাক্তিগণকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে বিএসএসএফ। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি, ২০২৩। আসন সংখ্যা সীমিত।

রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

 

This post has already been read 3098 times!