Wednesday , September 17 2025

বরিশালে কৃষির উপপরিচালকের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) নগরীর খামারবাড়িতে ডিএইর উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম। আগৈলঝাড়ার কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুবা নার্গিস নীলার সঞ্চালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল-পটুয়াখালী-ভোলা-ঝালকাঠি-বগুনা-মাদারীপুর-শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালাক সাবিনা ইয়াসমিন, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মরিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, অতিক্তি উপপরিচালক (পিপি)  মো. রেজাউল হাসান, অতিক্তি উপপরিচালক (শস্য) মো. নাসির উদ্দিন, অতিক্তি উপপরিচালক (শস্য) ফাহিমা হক, বাকেরগঞ্জের উপজেলা কৃষি অফিসার মুছা ইবনে সাঈদ, বাবুগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা গাজী জালাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির দীর্ঘ চাকরিজীবনে কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য বক্তারা তাঁকে ভূয়শী প্রশংসা করেন। সম্প্রতি তিনি ডিএই ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে জেলার মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়। এতে কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3703 times!

Check Also

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং …