Friday 31st of March 2023
Home / আঞ্চলিক কৃষি / ঝালকাঠিতে কৃষির মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে কৃষির মাসিক সভা অনুষ্ঠিত

Published at জানুয়ারি ২৬, ২০২৩

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেলার খামারবাড়িতে ডিএইর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএইর উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের অতিরিক্ত উপপরিচালক মো. রিয়াজউল্লাহ বাহাদুর, কাঠালিয়ায় উপজেলার কৃষি অফিসার তানজিলা আহমেদ, রাজাপুরের অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, এসএসিপি প্রল্পের মনিটরিং অফিসার মো. ওমর ফারুক, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

সভায় জেলার শস্যনিবিড়তা বৃদ্ধিসহ ফসলউৎপাদনে কৃষকদের কাছে প্রযুক্তি পৌঁছানো এবং কৃষি বিষয়ক পরামর্শ প্রদানে আরো আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। এর আগে একই ভ্যানুকে এসএসিপি প্রকল্পের জেলা সমন্বয় ইউনিটের সভা অনুষ্ঠিত হয়।

This post has already been read 869 times!