Tuesday , September 16 2025

ডিএই বরিশালের অতিরিক্ত পরিচালকের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হকের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) নগরীর কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে ডিএইর উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. হারুন-অর-রশীদ।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভোলা  উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার সনজীব মৃধা, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক ফাহিমা হক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা যুথিকা পাল প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির দীর্ঘ চাকরিজীবনে কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য বক্তারা তাঁকে ভূয়শী প্রশংসা করেন। সম্প্রতি তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।  বিদায় অনুষ্ঠানের আগে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে ডিএই, কৃষি তথ্য সার্ভিস, ব্রি, বিএডিসি, বিনা, এসসিএ, এটিআই এবং হর্টিকালচার সেন্টারের  কর্মকর্তারা  অংশগ্রহণ করেন।

This post has already been read 4609 times!

Check Also

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং …