Tuesday 26th of September 2023
Home / ফসল / বিগত বছরের তুলনায় সারের বর্তমান মজুদ বেশি -কৃষি মন্ত্রণালয়

বিগত বছরের তুলনায় সারের বর্তমান মজুদ বেশি -কৃষি মন্ত্রণালয়

Published at আগস্ট ১৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাহিদার বিপরীতে দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে, বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। বিগত বছরের একই সময়ের তুলনায় সারের বর্তমান মজুদ বেশি। বিগত বছরে এই সময়ে ইউরিয়া সারের মজুদ ছিল ৬ লাখ ১৭ হাজার মেট্রিক টন, টিএসপি ২ লাখ ২৭ হাজার টন, ডিএপি ৫ লাখ ১৭ হাজার টন।

মন্ত্রণালয়ের দাবী, কৃত্রিমভাবে যাতে কেউ সারের সংকট তৈরি করতে না পারে এবং দাম বেশি নিতে না পারে- সে বিষয়ে কৃষি মন্ত্রণালয় ও  মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিবিড় তদারকি করছে। কৃত্রিম সংকটকারীদেরকে শাস্তির আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে।

কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে (১৮ আগস্ট) ইউরিয়া সারের মজুদ  ৬ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, টিএসপি ৩ লাখ ৯৪ হাজার টন, ডিএপি ৭ লাখ ৩৬ হাজার টন, এমওপি ২ লাখ ৭৩ হাজার টন।

সারের বর্তমান মজুদের বিপরীতে আগস্ট মাসে সারের চাহিদা হলো ইউরিয়া ২ লাখ ৫১ হাজার টন, টিএসপি ৪৭ হাজার টন, ডিএপি ৮১ হাজার টন, এমওপি ৫২ হাজার টন।

এদিকে বগুড়া জেলাতেও সব রকমের সারের মজুদ প্রয়োজনের চেয়ে বেশি রয়েছে। আজ (১৮ আগস্ট) ইউরিয়া সারের মজুদ ১৬৭৩ মেট্রিক টন, টিএসপি ৬৮৯ টন, ডিএপি ১৪০০ টন এবং এমওপি ৪৪৪ টন।

This post has already been read 1200 times!