Monday , September 15 2025

ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’ ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর অংশগ্রহণ

এগ্রিনিউজ২৪.কম: রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী (২৩-২৫ জুন) ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২২। দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসিআই লিমিটেড এর অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস এই শো-তে ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে অংশগ্রহণ করছে। ফোটন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কমার্শিয়াল ভেহিক্যাল ব্র্যান্ড। বাংলাদেশে এসিআই মটরস, ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর একমাত্র পরিবেশক।

ফোটন সমগ্র বিশ্বের ১০০টিরও অধিক দেশে ইতোমধ্যে ১ কোটির বেশি কমার্শিয়াল ভেহিক্যাল বিক্রি করেছে। এসিআই মটরস, কৃষি যন্ত্রপাতি, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, মোটরসাইকেল ব্যবসায় বিক্রয়োত্তর সেবা এবং গ্রাহক সন্তুষ্টিতে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান। ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সর্বাধিক গ্রাহক সন্তুষ্টি অর্জনে বদ্ধপরিকর।

এসিআই মটরস মেলাতে প্রদর্শন করেছে ফোটন এর বিভিন্ন কমার্শিয়াল ভেহিক্যাল যার মধ্যে রয়েছে ১ টন টিএম, ১.২ টন টিএম প্লাস, ১.৫ টন, ৩.৫ টন পিক আপ, অ্যাম্বুলেন্স এবং মিনিবাস।

ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, সার্ভিস এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এসিআই মটরস এর উপস্থিতিতে ব্র্যান্ড নিউ ১.২ টন টিএম প্লাস লঞ্চ করা হয়। তার সাথে জ্যাক, কান্ট্রি ম্যানেজার, ফোটন মোটর গ্রুপ, এসিআই মটরসের উচ্চপদস্থ কর্মকর্তা,  গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফোটন এবং এসিআই মটরস এর কর্মকর্তাবৃন্দ জানান ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এ নিশ্চিত করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি এবং এসিআই মটরস নিশ্চিত করবে দেশব্যাপী বিক্রয়োত্তর সেবা, যন্ত্রাংশের সহজলভ্যতা এবং গ্রাহক সন্তুষ্টি।

This post has already been read 4560 times!

Check Also

WVPA-BB Organizes Landmark 3-Minute Thesis Competition in Dhaka

First-ever academic showcase of its kind in Bangladesh’s livestock sector receives overwhelming response from youth …