Saturday 30th of September 2023
Home / আঞ্চলিক কৃষি / বরিশালে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Published at জুন ২৩, ২০২২

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষির ভূমিকায় বারটানের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) শহরতলীর মহাবাজে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার  (অতিরিক্ত সচিব) জনাব মো. আমিন উল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের  নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব)  মো. আব্দুল ওয়াদুদ। মূল প্রবন্ধক ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।  প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত।

বারটানের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব রব্বানী, ডিএই বরিশালের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, ডিএই ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. অলিউল আলম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন প্রমুখ।

প্রধান অতিথি মো. আমিন উল আহসান বলেন, স্বাধীনতার আগে এ দেশের ৭ কোটি মানুষের খাবারের অভাব ছিল। এখন ১৮ কোটি হওয়া সত্ত্বেও খাবারের কোনো সংকট নেই।  তবে পুষ্টি নিয়ে ভাবনা রয়েছে। কোন খাবার কতটুকু খেলে চাহিদা পূরণ হবে, এ বিষয়ে বারটানের ভূমিকা গুরুত্বপূুর্ণ। তাই কৃষিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বের মাধ্যমে পুষ্টির গুণগতমান নিরূপণ করে তা জনগণের কাছে পৌঁেছ দিতে হবে। মানুষ এখন অনেক সচেতন। পুষ্টির পরিমাণ জেনে খাবার খেলে আমাদের পুষ্টির নিরাপত্তা অবশ্যই নিশ্চিত হবে। সেমিনারে কৃষিসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের  ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 651 times!