Wednesday 27th of September 2023
Home / আঞ্চলিক কৃষি / বরিশালে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

Published at জুন ১৮, ২০২২

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) নগরীর ব্রির হলরুমে ডিএই’র উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশিক্ষণ উইংয়ের পরিচালক মো. তাওফিকুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্ব দত্ত। বিশেষ অতিথি ছিলেন ডিএই সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, প্রকল্প পরিচালক মো. তাজুল ইসলাম পাটওয়ারী, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন।

পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডিএই ভোলার উপপরিচালক  মো. হাসান ওয়ারিসুল কবীর, বরগুনার উপপরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম, পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর শাহনেওয়াজ , প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার শাহ মুহাম্মদ শহীদুল্লাহ, ডিএই বরিশালের অতিরিক্ত পরিচালক সাবিনা ইয়াসমিন, নলছিটি উপজেলার কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, আমতলীর উপজেলা কৃষি অফিসার সি. এম. রেজাউল করিম, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, পাথরঘাটা উপজেলা কৃষি অফিসার শিশির কুমার বড়াল, লালমোহনের উপজেলা কৃষি অফিসার এ. এফ. এম শাহাবুদ্দিন, কলাপাড়ার  উপজেলা কৃষি অফিসার আর. এম. সাইফুল্লাহ,  দৌলতখানের উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা প্রমুখ। কর্মশালায় প্রকল্পের বিগত বছরের সফলতা এবং চলতি বছরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 1083 times!