Saturday 30th of September 2023
Home / আঞ্চলিক কৃষি / সিলেটে উপসহকারী কৃষি অফিসারদের সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটে উপসহকারী কৃষি অফিসারদের সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Published at জুন ১৩, ২০২২

মো.জুলফিকার আলী (সিলেট) : মৃত্তিকা সম্পদ গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগীয় কার্যালয়ে এসিএলডিসি ইউজিং আরএস এন্ড ইউএন কর্মসূচির আওতায় উপসহকারী কৃষি অফিসারদের সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ সোমবার (১৩ জুন) অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামের সঞ্চালনায় ও মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মুনফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার উপপরিচালক কৃষিবিদ ড. কাজী মজিবুর রহমান, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আফসার আলী, বিভাগীয় গবেষণার এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. তপন কুমার সাহা প্রমূখ।

উক্ত প্রশিক্ষণে সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন উপসহকারী কৃষি অফিসার প্রশিক্ষাণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

This post has already been read 1437 times!