Thursday , September 18 2025

পঞ্চগড়ে ২ কেজি শসার দামে ১ কাপ চা!

নিজস্ব প্রতিবেদক: শুনতে অবাক হলেও দেশে এখন দুই কেজি শসার দামে পাওয়া যাচ্ছে  ১ কাপ চা! দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে ঘটছে এমনই ঘটনা। ঢাকার বাজারে শসার কেজি যেখানে মানভেদে ৩০-৬০ টাকা; পঞ্চগড়ে সেটি আজ (২৮ এপ্রিল) কৃষক পর্যায়ে পাইকারী বিক্রি হয়েছে কেজিপ্রতি ২ টাকা। রমজানের প্রায় পুরোটা জুড়েই সেখানে শসার দাম চলছে ১-৩ টাকা, দেশে ১ কাপ চায়ের দাম যেখানে কমসে কম ৫ টাকা।

পঞ্চগড়ের শসা চাষী একেএম বদরুদ্দোজা বিদ্যুৎ বলেন, ২ কেজি শসা দিয়ে সর্বোচ্চ এক কাপ চা পেতে পারেন! দামটা বলতে কষ্টকর হলেও প্রতি কেজি শসার দাম ২ থেকে ৩ টাকার মধ্যে।  অথচ শসা তুলতে,আড়ৎ পর্যন্ত ভাড়া,বস্তাসহ খরচের হিসাব করলে দাম আরো কমে ১.৫ থেকে ২.৫ টাকাতে চলে আসে।

আক্ষেপ করে তিনি বলেন, রমজানের শুরুতে যেসব সাংবাদিক ভাইয়েরা শসার দাম বেশি বলে রিপোর্ট করেছিলেন আজ আপনারা কোথায়? দাম যদি তখন বেশিই পেয়েছে তাহলে তো কৃষক তথা দেশের মেরুদন্ডটিই শক্ত করা গেছে। আজ দামের এমন বিশ্রী অবস্থাতে দেশের মেরুদন্ড কি ভাঙ্গছে না।

তিনি আরো বলেন, আমার ৪০ শতক শসা করতে খরচ প্রায় ৩০ হাজার টাকা। আজ ১৩ বস্তা শসা সংগ্রহ করেছি,সাকুল্যে ১৩০০ টাকা পাবো কিনা আল্লাহ মালুম?  দামের যা রূগ্নদশা তাতে ১০ হাজার পেরোয় কিনা সন্দেহ?  আবার প্রাকৃতিক দুর্যোগ বলে তো একটা ব্যাপার আছেই। নাকি মরতেই থাকবে আমার মতো চাষারা! সংশ্লিষ্ট সাহেবগন খেয়াল করবেন কি?

This post has already been read 5248 times!

Check Also

চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার – কৃষি সচিব

গাজীপুর সংবাদদাতা : কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, আমাদের অনেক উদ্যেক্তা আছেন …