Thursday , September 18 2025

বাবুগঞ্জে ধানের উৎপাদন বৃদ্ধি বিষয়ক মাঠ দিবস

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে সুষম সার ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত  হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) উপজেলার রাকুদিয়ায় এসআরডিআই’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন।

উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআইর ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, যেকোনো ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সার ব্যবহার অনস্বীকার্য। তবে তা হতে হবে সুষম মাত্রায়। এজন্য মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা উত্তম। এতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হয়। ফলনও হয় আশানুরূপ। পাশাপাশি কমে উৎপাদন খরচ।  অনুষ্ঠানে ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 5309 times!

Check Also

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং …