Thursday 18th of April 2024
Home / আঞ্চলিক কৃষি / ঝালকাঠি সদরে  ডিজিটাল গ্রাম মেলা অনুষ্ঠিত

ঝালকাঠি সদরে  ডিজিটাল গ্রাম মেলা অনুষ্ঠিত

Published at এপ্রিল ৩, ২০২২

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠি সদরে  ডিজিটাল গ্রাম মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) উপজেলার নবগ্রাম মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে মকরমপুর আইএপিপি সীড ভিলেজ কৃষক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। এ উপলক্ষে এক আালোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি ফরিদা পারভীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো. শামিম, সংগঠনের উপদেষ্টা মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

প্রধান অতিথি মো. মনিরুল ইসলাম বলেন, এখন ডিজিটাল এ্যাপস্ ব্যবহার করে কৃষক সময়মত মানসম্পন্ন ফসল উৎপাদন করতে পারবেন। পাশাপাশি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণেও সহায়ক হবে। তাই এ সুযোগ গ্রহণে সবাইকে উৎসাহিত করা জরুরি। এর মাধ্যমে কৃষক আধুনিক চাষাবাদে সম্পৃক্ত হবেন। সেই সাথে তাদের জীবনমানেরও হবে উন্নয়ন।

মেলায় আগত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ দর্শণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। মেলার স্টলগুলোতে  কৃষি পণ্য, ডিজিটাল কৃষি সেবা, ফসলের মানসম্মত বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তিসহ নানাবিধ সমসাময়িক প্রযুক্তি স্থান পায়। কৃষি সেবা বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণই  এ মেলার মূল উদ্দেশ্য।  সারা বাংলার কৃষক সোসাইটি এফএও-এমএমআই’র সহায়তায় এ ধরনের মেলা সারাদেশে একযোগে ৫৫ টি স্থানে উদযাপন করা হয়েছে।

This post has already been read 2034 times!