Tuesday 26th of September 2023
Home / আঞ্চলিক কৃষি / বিনা উদ্ভাবিত আউশ ধান এবং মুগের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত

বিনা উদ্ভাবিত আউশ ধান এবং মুগের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত

Published at মার্চ ৩১, ২০২২

নাহিদ বিন রফিক (বরিশাল): বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল আউশ ধান এবং মুগের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) জেলার বাবুগঞ্জ উপজেলার বিনার হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী (ভার্চুয়ালী) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গকেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল মালেক, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) ড. মো. মুনজুরুল ইসলাম এবং ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার পপির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বরিশাল সদরের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বাবুগঞ্জের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, কৃষক মো. মজিবর রহমান, মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বরিশাল অঞ্চলে রবি মৌসুমে কিছু জমি পতিত থাকে। সেগুলোও  চাষের আওতায় আনা সম্ভব। এ জন্য আউশ পরবর্তী আগাম আমন ধানের আবাদ সম্প্রসারণ করা দরকার। এর পরে সরিষার চাষ। অথবা আমন আবাদ শেষে সরিষা, এর পর মুগ। এভাবে পরিকল্পনা করলে এ অঞ্চলের শস্যনিবিড়তা বাড়বে। কৃষকের জীবনমানেরও হবে উন্নয়ন। অনুষ্ঠানে বরিশাল সদর ও বাবুগঞ্জের ৪ জন উপসহকারি কৃষি কর্মকর্তা এবং ৬৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 1998 times!