Saturday 23rd of September 2023
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / রাজধানীর উত্তরায় ইয়ামাহা’র নতুন শো-রুম উদ্বোধন

রাজধানীর উত্তরায় ইয়ামাহা’র নতুন শো-রুম উদ্বোধন

Published at মার্চ ২৬, ২০২২

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: রাজধানীর উত্তরাতে গত ২৪ মার্চ ইয়ামাহা’র নতুন ৩এস ডিলার “গ্রীন মোটরস্” এর উদ্বোধন করা হয়েছে। ডিলার পয়েন্টটি উত্তরার হাউস-১০, রোড-৬, সেক্টর -১২ তে অবস্থিত। এখন থেকে গ্রাহকরা এই শো-রুম থেকে বিক্রয় ও বিক্রয় পরবর্তী সেবার পাশাপাশি খুচরা যন্ত্রাংশ সেবাও নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, গ্রীন মোটরস্ এর স্বত্বাধিকারী এবং এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯০ টিরও বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।

This post has already been read 1807 times!