Monday 25th of September 2023
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / তেজগাঁ-এ ইয়ামাহার নতুন ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন

তেজগাঁ-এ ইয়ামাহার নতুন ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন

Published at মার্চ ৩, ২০২২

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের যুবকদের স্বপ্নের মোটরসাইকেল ব্র্যান্ড। যুবকদের এই স্বপ্নের ব্র্যান্ডকে বাস্তব রুপ দিতে শুরু থেকেই অত্যন্ত যত্নশীল এসিআই মটরস্ বাংলাদেশ কাস্টমারদের সকল প্রকার ইয়ামাহা মোটরসাইকেল এবং আফ্টার সেলস্ সার্ভিস প্রদান করছে।

গত মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত হক সেন্টারে উদ্বোধন হলো ইয়ামাহার নতুন ফ্ল্যাগশিপ শো-রুম। এই ফ্ল্যাগশিপ শো-রুমটি বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ামাহা শো-রুম। এই শো-রুমের নিচ তলায় সব মডেলের ইয়ামাহা মোটরসাইকেল এবং দ্বিতীয় তলায় ইয়ামাহার মিউজিক ইন্সট্রুমেন্ট পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ক্রিকেটের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।

অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস্ এর অন্যতম সদস্য হামিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও এসিআই মটরস্ এর ব্যবস্থাপনা পরিচালক ড. এফ. এইচ. আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই’র অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

This post has already been read 1270 times!